মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর শানে কটুক্তির অভিযোগ প্রমাণিত হওয়ায় দীর্ঘ আইনী প্রক্রিয়াশেষে সিলেটের তথ্য প্রযুক্তি বিশেষ ট্রাইব্যুনালের বিচারক Asis bijoy deb তাপসকে (অব: শিক্ষক) ৫ বছরের জেল এবং নগদএক লক্ষ টাকা জরিমানার রায় প্রদান করেন। তাপসের বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউপিরছয়কুট বলে সূত্রে আরোও জানা গেছে। উচ্চ আদালতে আপিলের মাধ্যমে আমরা তার সর্বোচ্চ শাস্তি চাই। কারণ সম্প্রদায়ীসম্প্রীতির সোনার বাংলাদেশে যারা সম্প্রদায়ীক দাঙ্গার সৃষ্টি করতে চায় তারা শুধু কোন ধর্মের শত্রু নয় ওরা দেশ ও জাতিরওচরম শত্রু।
উল্লেখ্য, আশিষ বিজয় দেব তাপস ০২ আগস্ট ২০১৮ খ্রি. ফেসবুকে হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তি করে স্ট্যাটাস দেয়ারঅভিযোগে তার বিরুদ্ধে এ মামলা হয়েছিলো।
Developed By Radwan Web Service